12 best Professional Content Writing Books – বিভিন্ন ধরনের প্রতিভাবান লেখকের উদ্ভাবনী লেখনি শক্তি দ্বারা সমৃদ্ধ এই Content Writing Books গুলি সুসজ্জিত। এই বইগুলি পড়ে যে, আমরা শুধু জ্ঞান অর্জন করি তা নয়, জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন ধরনের topic এর উপর লেখার উদ্যম ইচ্ছা বাসনার জাগরণ ঘটে। অনেকেই আছেন যারা প্রতিদিন কোন না কিছু topic এর উপর লেখা-লেখি করতে বেশি ভালবাসেন। সেটা হতে পারে কোন গল্প, প্রবন্ধ, রচনা, কাব্যগ্রন্থ, কবিতা ইত্যাদি। এই সমস্ত প্রতিভাবান লেখকদের লেখনি আমরা কোন খবর বা ম্যাগাজিন গুলিতে পেয়ে থাকি।
এরপরে আসি Content writing books নিয়ে এই article এ আলোচনা করতে। বিভিন্ন লেখকের দ্বারা প্রকাশিত Content writing books আমাদের অনেক কাজে লাগে। এই বইগুলি পড়ে আমাদের content লেখার প্রতি সুপ্ত ইচ্ছা বসনার জাগরণ ঘটে। বিভিন্ন topic এর উপর আমরা আমাদের content গুলিকে নিজেদের ওয়েবসাইটে অথবা অন্যের ওয়েবসাইটে submit করতে পারি। সেই content গুলি হতে পারে কোনো Blog Content, Article Content, অথবা কোনো Technical Content ইত্যাদি। এই কনটেন্ট গুলি থেকে নিজেদের উপার্জন করার একটা scope তৈরি হয়ে যায়। যার content লেখার প্রতি দক্ষতা বেশি, তার উপার্জন ও তত বেশি। তবে কন্টেনটিকে হতে হবে নির্ভুল ও নিখাদ। কোনরকম copy right issue যেন না আসে, তাহলে কেল্লাফতে। নবীন content রাইটাররা নিজেদের লেখনীর দক্ষতাকে বাড়ানোর জন্য বিভিন্ন লেখকের কন্টেন রাইটিং বইগুলিকে নিয়ে অনুকরণ করতে পারেন। পেশাদার লেখক হিসাবে নিজেদের ক্যারিয়ার শুরু করতে চাইলে অবশ্যই এই 12 best Professional Content Writing Books কে অনুসরণ করতে হবে।
প্রতিটি লেখকের লেখার প্রতি নিজস্ব কিছু স্টাইল রয়েছে। সে তার লেখনীর মাধ্যমে একটি বার্তা জনসম্মুখে উপস্থাপন করতে চায়। তাই এই বইগুলি আপনাকে অনুসরণ করতে হবে এবং এর সম্বন্ধে আমি নিম্নে আলোচনা করলাম। –
1) Everybody Writes: Your Go-To Guide to Creating Ridiculously Good Content –
এই বইটির লেখিকা হলেন – ANN HANDLEY । সর্বাধিক বিক্রিত Content writing book এটি। Digital Marketing এর জগতে ANN HANDLEY একটি বিখ্যাত নাম। ফোর্বস পত্রিকার রিপোর্ট অনুযায়ী সবচেয়ে প্রভাবশালী মহিলা হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন ডিজিটাল মার্কেটিং করার জন্য। User দের সঙ্গে অনলাইনে commutation করার জন্য কন্টেন্ট খুবই প্রয়োজন। এই বইতে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে সহজ সরল ভাষায়, সঠিক শব্দ ব্যবহার করে একজন ভালো কনটেন্ট রাইটার হওয়া যায়। এই বইতে তিনি উল্লেখ করেছেন কোনো বিষয়ের প্রতি লেখা-লেখি করার আগে, সর্বপ্রথম ওই বিষয়বস্তুটিকে নিয়ে আপনাকে ভালোভাবে পড়তে হবে। যত বেশি পড়বেন, তত বেশি নলেজ আপনার মধ্যে create হবে।
যখন সেই বিষয়বস্তুটি আপনার কাছে ছবির মতন ভেসে উঠবে, তখন আপনি লেখা শুরু করতে পারবেন। ভালো রেজাল্ট পেতে চাইলে ভালো পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটিও এ বইতে উল্লেখিত আছে। কন্টেন্টের জন্য প্রয়োজনীয় ব্যাকরণের ব্যবহার, এ বইতে আলোকপাত করা হয়েছে। বিশ্বব্যাপি অনেক পাঠক এই বইটিকে পছন্দ করেছেন এবং এই বইটি পড়ার জন্য নবীন রাইটারদের সুপারিশ করা হয়। ওয়েবসাইটের জন্য Blog Content লেখা সবার কাছে একটি কঠিন ব্যাপার। কঠিনকে কি ভাবে সহজ করা যায় তার ব্যাখ্যাও উনি দিয়েছেন এই বইটিতে। Freelancing হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করতে চাইলে অবশ্যই ফ্রিল্যান্সিং রাইটারদের এই বইটি পড়া উচিত। ওয়েবসাইটের জন্য Content লেখার মাধ্যমে বেশি সংখ্যক ক্লাইন্টকে নিজের দিকে আকর্ষিত করার জন্য আজ কনটেন্ট রাইটাররা বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তার লাভ করতে পেরেছে।
12 best Professional Content Writing Books –
2) The Content Code: Six Essential Strategies for Igniting Your Content, Your Marketing, and Your Business –
Digital Marketing নিয়ে যদি আমরা আলোচনা করে থাকি, তাহলে সবার প্রথমে যে নামটি উঠে আসে তা হল – SEO। প্রত্যেকটি ওয়েবসাইটকে Google এর প্রথম পেজে Rank করানোর জন্য SEO করা অবশ্যক। আর এই SEO করার জন্য আমাদের যে বিষয়গুলি জানা দরকার তা এই বইটিতে লিপিবদ্ধ আছে। MARK SCHAEFER হলেন এই বইটির লেখক।
বিশ্বের সেরা SEO বই গুলির মধ্যে থেকে এই বইটি পুরস্কৃত লাভ করেছে। যে কোনো পণ্যের প্রচারের জন্য সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট লেখা প্রয়োজন। ঠিক সেই রকমভাবে ওই কনটেন্ট গুলিকে SEO করাও গুরুত্বপূর্ণ। মার্ক শেফার হলেন একজন স্পিকার ও লেখক। সর্বাধিক বিকৃত এই বইটি তাকে বিখ্যাত করে তুলেছে। তিনি এই বইটিতে ব্যাখ্যা করেছেন যে, কোনো পণ্যের প্রোডাক্ট এর সঙ্গে কাস্টমারদের কিভাবে সংযোগ স্থাপন করা উচিত, এর পরামর্শ তিনি এই বইটিতে দিয়েছেন। ব্যবসায়িক প্রয়োজন অনুসারে বইটি খুবই বাস্তবসম্মত এবং user দের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে।
3) The Scribe Method: The Best Way to Write and Publish Your Non-Fiction Book –
Tucker Max ও Zach Obront এই দুই ব্যক্তি হলেন এই বইটির লেখক। নবীন ও অভিজ্ঞ কনটেন্ট রাইটাররা তাদের কর্মজীবনের যাত্রাপথ যাতে সুগম করতে পারে, তার জন্য এই বইটি তাদের এই যাত্রা পথের সহায়ক হিসাবে কাজ করে থাকে। যে কোন বিষয়ের উপর কনটেন্ট লেখার ক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে। আপনি এই বইটি পড়লে বুঝতে পারবেন যে , কন্টেন্ট লেখার ক্ষেত্রে কি লেখা উচিত আর কি লেখা উচিত নয়। বিষয়বস্তু লেখার প্রতি গভীর জ্ঞান ও ধারণা আপনি এই বইটি পড়লে জানতে পারবেন। কি ধরনের কনটেন্ট এর প্রতি পাঠকদের আগ্রহ বেশি সেটা বুঝে নিয়ে, লেখকদের কন্টেন্ট লেখা একটা চ্যালেঞ্জিং কাজ।
4) CONTENT WRITING HANDBOOK: A Practical Crash Course to Write 30+ Content Types & Earn Online –
এই বইটির লেখক হলেন Kounal Gupta। অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন 40 টি। উনার সংস্থার নাম Henry Harvin Education। মূলত কনটেন্ট রাইটিং শেখানোর জন্য এই সংস্থাটির উত্থান ঘটেছে। বিভিন্ন ধরনের ফিল্ড থেকে আসা লোকেদের এখানে কন্টেন্ট রাইটিং শেখানো হয়। Kounal Gupta একজন সার্টিফায়েড Digital Content Writer ( CDCW)।
অনলাইনে কাজ করার ধারনা পেতে আপনাকে এই বইটি অবশ্যই পড়তে হবে। এই বইটিতে Creative Writing, Technical Writing, Research Writing, SEO Writing, লেখার ধরন ও পদ্ধতি উল্লেখিত আছে। Content Writing এর Carrier Opportunity কতখানি তার ধারনা আপনি এই বইটি পড়লে জানতে পারবেন।
Henry Harvin Education এই সংস্থাটি ভারতে নয়ডায় অবস্থিত। Content Writing ক্যারিয়ারের জন্য একটি উন্নয়ন সংস্থা। Kounal Gupta এর লেখা এই বইটি লিখতে প্রায় 6 বছরেরও বেশি সময় লেগে গেছে। লক্ষ লক্ষ পাঠক এই বইটি পড়ে উপকৃত হয়েছেন। কন্টেন্ট লেখার ব্যাকরণগত ভুলকে কিভাবে সংশোধন করবে, সেই সংক্রান্ত তথ্য থেকে শুরু করে, একটি কন্টেন্ট এর বিষয়বস্তুকে সুন্দরভাবে সাজিয়ে পাঠকদের সামনে উপস্থাপন করার Capability প্রদান করেছে। এই বইটি Content creator দের কাছে প্রকৃত বন্ধু। আর ফ্রিল্যান্সিংদের কাছে এই বইটি প্রত্যাশার চেয়েও বেশি।
5) On Writing Well –
এই বইটির লেখক হলেন William Zinsser। তিনি তার কর্মজীবনে বেশ কিছু অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি Feature Writer, Editorial Writer, Literature Writer হিসাবে কাজ করেছিলেন। এই বইটি কন্টেন্টের জন্য অমূল্য উপদেশ দিয়ে পরিপূর্ণ। জনপ্রিয় কোনো কন্টেন্ট কিভাবে লেখা হবে, তার সম্বন্ধে বিস্তারিত এবং তথ্যপূর্ণ দেওয়া রয়েছে এই বইটিতে। ইন্টারনেটের যুগে প্রতিদিন আমরা কাউকে না কাউকে E-Mail করে থাকি। E-Mail করতে গেলে আমাদের কিছু না কিছু text লিখতে হয়। আর এই text লেখার পদ্ধতি আপনারা শিখতে পারবেন এই বইটি পড়লে।
আপনি যে কোনো ধরনের topic এর উপর কনটেন্ট লিখুন না কেন On Writing Well বইটি আপনাকে কন্টেন্টের মৌলিক নীতির পাশাপাশি একজন বিশিষ্ট লেখক এবং শিক্ষকের অন্তঃদৃর্ষ্টি প্রদান করে। William Zinsser ( October 7, 1992 – May 12, 2015 ) পর্যন্ত একজন আমেরিকান লেখক, সম্পাদক, সাহিত্যিক এবং শিক্ষক ছিলেন। তিনি New York Herald Tribune সংস্থায় সাংবাদিক হিসেবে তার কর্ম জীবন শুরু করেন। 1970 এর দশক জুড়ে তিনি Yale University তে পড়াতেন। তিনি On Writing Well এই বইটি ছাড়াও আরো ও 18 টি বই লিখেছেন। America Manhattan শহরে ৯২ বছর বয়সে তিনি মারা যান।
6) Six Figure Blogging Blueprint: How to Start an Amazingly Profitable Blog in the Next 60 Days (Even If You Have No Experience) –
এই বইটির লেখক হলেন Raza Imam। এই বইটি আপনাকে একজন সফল ব্লগার হতে সাহায্য করবে। লেখার প্রতি আপনার দক্ষতা বাড়াতে এবং বিভিন্ন ধরনের Tips দেওয়ার জন্য এই বইটি উপযুক্ত। লেখা-লেখির প্রতি যদি আপনার কোনো ধারণা না থাকে, তবুও এই বইটি পড়লে আপনার মধ্যে লেখা-লেখির প্রতি একটা ধারণা তৈরি হবে। Blogging করার যদি ইচ্ছা বাসনা থাকে তাহলে এই বইটি আপনাকে পড়তে হবে। Blogging থেকে বেশি অর্থ উপার্জন করা সম্ভব। এই উপার্জনের অর্থ যখন আপনার Bank Account এ আসবে তখন আপনার মধ্যে একটা আনন্দের অনুভূতি জাগবে। এই কাজটি আপনি করতে চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করা সম্ভব। তার জন্য চাই একটি ল্যাপটপ ও ইন্টারনেটের সংযোজন। আপনি চাইলে কোনো Client এর জন্য কনটেন্ট লিখে দিতে পারেন। এতে করে আপনার রোজকার আসবে।
অভিজ্ঞ কনটেন্ট রাইটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন, কনটেন্ট লেখার ক্ষেত্রে প্রচুর সাহায্য আপনি অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে পাবেন। নিয়মিত ভাবে প্যাসিভ ইনকাম করতে চাইলে Content Writing কে ক্যরিয়ার হিসাবে হাতিয়ার করতে পারেন।
7) Jab, Jab, Jab, Right Hook –
এই বইটির লেখক হলেন – Gary Vaynerchuk। তিনি বসবাস করেন নিউইয়র্ক সিটিতে। তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার। এই বইটি প্রকাশ করার মূল উদ্দেশ্য হল – কন্টেন্টের মধ্য দিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটিকে কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে পারবেন, সে ব্যাপারে যাবতীয় কৌশলগত পদ্ধতি লিপিবদ্ধ করা হয়েছে এই বইটিতে। এই বইটির Font Cover এ দুটি শব্দ আছে একটি হল Jab আরেকটি হল Right Hook
Jab কথার অর্থ হল – আপনার কন্টেন্টের মাধ্যমে অনুগামীদের আকৃষ্ট করা। আর Right Hook কথার অর্থ হল – কোনো রকম সংযোজন ছাড়াই আপনার কন্টেন্টের মধ্য দিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটিকে user দের কাছে প্রলোভিত করানো।
সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্ল্যাটফর্ম গুলিকে আপনি হাতিয়ার হিসাবে কাজে লাগাতে পারেন, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু প্ল্যাটফর্ম হল – Facebook, Instagram, Pinterest, Twitter, Tumblr ইত্যাদি।
8) The Successful Author Mindset: A Handbook for Surviving the Writer’s Journey –
এই বইটির লেখক হলেন – Joanna Penn। ইনি একজন বিখ্যাত লেখক ও আন্তর্জাতিক পেশাদার বক্তা। লেখক হিসাবে তিনি তার জীবনে প্রচুর পুরস্কার লাভ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই লেখকের বই সর্বাধিক বিকৃত। তিনি তার জীবনে বিখ্যাত পুরস্কার পেয়েছেন New York Times এর কাছ থেকে। তার লেখা পাঠকদের খুবই অনুপ্রাণিত করে। তার লেখা এই বইটি কন্টেন্ট রাইটারদের কাছে খুবই জনপ্রিয়। কন্টেন্ট রাইটিং ক্যারিয়ারের উত্থান-পতন কে কিভাবে মোকাবেলা করতে হয় সেই সম্পর্কে যাবতীয় তথ্য বর্ণিত করা হয়েছে। তার পাশাপাশি কনটেন্ট লেখার দুর্দান্ত কৌশলগুলি এখানে উল্লেখিত করা হয়েছে। এই বইটি লেখকদের কাছে একটি “সোনার খনির” মতন। এই বইটি থেকে লেখকরা অনেক মূল্যবান তথ্য সংগ্রহ করে থাকে। এই বইটি লেখকদের স্ব-সহায়ক হিসাবে গণ্য করা যেতে পারে। The Creative Penn.com ওয়েবসাইটটির নিয়মিত লেখক ।
9) Successful Self-publishing: How to Self-publish and Market Your Book –
এই বইটির লেখক হলেন – Joanna Penn। লেখকের কাজ শুধুমাত্র কনটেন্ট লেখাই নয়, ওই কন্টেন্টগুলিকে প্রকাশনা করাও। আপনার কন্টেন্টগুলিকে প্রকাশনার ক্ষেত্রে যদি আপনি অক্ষম হন, তবে আপনি কখনই লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছাতে সক্ষম হবেন না। তাই প্রকাশনার ক্ষেত্রেটি ও লেখকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই কনটেন্ট প্রকাশনা বিষয়ে ও আপনার জ্ঞান থাকা উচিত। লেখকের এই বইটি আপনাকে কন্টেন্ট প্রকাশনার যাত্রাপথে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে। কনটেন্ট প্রকাশনার ক্ষেত্রে কিছু নির্দেশিকা আছে , যা আপনাকে ধাপে ধাপে জানতে সাহায্য করবে এই বইটি। প্রতিদিন হাজার হাজার বই প্রকাশিত হচ্ছে, কিন্তু সঠিক প্রকাশনার অভাবে ওই বইগুলি অন্য বইয়ের স্তূপের তলায় চাপা পড়ে যাচ্ছে। অনেক লেখক এতে হতাশিত হচ্ছেন। কারণ তারা সঠিক প্রকাশনার পদ্ধতি জানেন না।
10) Letting go of the words –
ওয়েবসাইটের জন্য কনটেন্ট লেখার সেরা বই গুলির মধ্যে একটি। ওয়েবসাইটকে Rank করানোর জন্য SEO ( Search Engine Optimization ) করা প্রয়োজন। SEO সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি এই বইটি পড়লে জানতে পারবেন। এই বইটির লেখক হলেন – Janice ( Ginny ) Redish। ক্লায়েন্টের জন্য Web Content লিখতে চাইলে এই বইটি অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। কনটেন্ট রাইটারদের কাছে এই বইটি খুবই সহজ বোধগম্য। ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লেখা ও SEO করার পরামর্শ এই বইটিতে উল্লেখিত আছে। এর জন্য তিনি বেশ ভালো Review পেয়েছেন। তার এই কৃতিত্বে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পুরস্কার হল – The Rigo Award from the ACM Special Interest Group on the Design of Communication and The Alfred N. Goldsmith Award from the IEEE Professional Communication Society.
ওয়েবসাইট তৈরি করার জন্য পরিকল্পনা করুন। ওয়েব সাইটটিতে বেশ কিছু কনটেন্ট পোস্ট করুন, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে ওয়েবসাইটটি কে সাজিয়ে তুলুন। দেখবেন, ভিজিটার প্রতিদিন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে।
11) The One Hour Content Plan: The Solopreneur’s Guide to a Year’s Worth of Blog Post Ideas in 60 Minutes and Creating Content That Hooks and Sells –
এই বইটির লেখিকা হলেন – Meera Kothand। Blog post লেখার পদ্ধতিগত ধারণা নেওয়ার জন্য আপনি প্রতিনিয়ত সংগ্রাম করে থাকেন। তাহলে এই বইটি আপনার জন্য উপযুক্ত। Blog Content এর পাশাপাশি যে কোন পণ্য প্রচারের ক্ষেত্রে কিভাবে কনটেন্ট লিখতে হবে তার যাবতীয় তথ্য আপনি এই বইটি থেকে পেয়ে যাবেন। আপনার কনটেন্টের মধ্য দিয়ে এমন পদ্ধতি apply করুন যা গ্রাহককে ক্রেতার দিকে নিয়ে যায়। এতে করে আপনার পণ্য বা সার্ভিসটিকে সহজেই কাস্টমারদের কাছে নিয়ে যেতে পারবেন। আপনার নিজস্ব Blogging এর ব্যাপারে বলুন অথবা আপনার ব্যবসার জন্য কোন প্রোডাক্ট বা সার্ভিসেরই কথাই বলুন না কেন গ্রাহকবৃন্ধদেরকে অনলাইনে উপস্থিতি গড়ে তোলার পিছনে আপনার মুখ্য উদ্দেশ্য রয়েছে। কন্টেন্টের মধ্য দিয়ে আপনার প্রোডাক্ট এর link submit করুন। ওই link এর মাধ্যমে প্রোডাক্টটি কে purchase করতে কাস্টমারদের পক্ষে খুবই সহজ হবে। কনটেন্ট তৈরি করার পিছনে প্রচুর পরিশ্রম করুন। সহজ সরল ভাষায় কনটেন্টটিকে Visitor দের সামনে তুলে ধরুন।
12) Making Words Work: A Practical Guide To Writing Powerful Content –
এই বইটির লেখিকা হলেন – Kim Scaravelli। একজন Strong Content Writer হিসাবে ও আপনার লেখা-লেখির দক্ষতাকে ফুটিয়ে তোলার জন্য লেখিকার এই বইটি উল্লেখযোগ্য অবদান রাখে। এই বইটি মূলত যারা কোন প্রোডাক্টের উপর কনটেন্ট লেখেন , তাদের উদ্দেশ্যে লেখিকা এই বইটি প্রকাশনা করেছেন। কন্টেন্ট লেখার মাধ্যমে আপনার কনটেন্ট এর পূর্ণাঙ্গ তথ্য ও শব্দ ব্যবহার করে কিভাবে একটি ব্র্যান্ডকে উপস্থাপন করতে পারবেন , তা আপনি এই বইটি পড়লে জানতে পারবেন। ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীদের কন্টেন্ট লেখার জন্য এই বইটি ভীষণভাবে কার্যকর। উনার ডিগ্রী – B.A, B.ED,। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন পুরস্কার বিজয়ী একজন কন্টেন্ট রাইটার। Trust Communication এর প্রতিষ্ঠাতা এবং CEO। এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র,কানাডা ও ইউরোপের বিভিন্ন ক্লাইন্টের সঙ্গে কন্টেন্ট লেখার সুবাদে কমিউনিকেশন স্থাপন করেছেন।
Conclusion –
উপরে উল্লেখিত 12 টি Content Writing Books নিয়ে আমি স-বিস্তারে আলোচনা করেছি। এই 12 টি বইয়ের মধ্যে থেকে আপনার পছন্দ-সই যে কোন একটি বই পড়লে আপনার কনটেন্ট লেখার প্রতি একটা মৌলিক ধারণা তৈরি হবে। কনটেন্ট লেখার প্রতি আপনাকে আরো দক্ষ ও জ্ঞানী করে তুলবে। কত word counting এর উপর আপনি কন্টেন্ট লিখছেন সেটা বড় কথা নয়, কিন্তু কনটেন্ট লেখার গুণগত মান কতখানি সেটা matter করে। প্রত্যেকটি কনটেন্ট লেখার পিছনে যথেষ্ট সময় ব্যয় করুন। কনটেন্ট টিকে ভালোভাবে পড়ুন, তাকে বোঝার চেষ্টা করুন। কনটেন্টটিকে নিয়ে নিজেই বিশ্লেষণ করুন, গবেষণা করুন, তার সুবিধা-অসুবিধা গুলি বোঝার চেষ্টা করুন। দরকার হলে বিভিন্ন ধরনের Blog Content, Journal Content, ইত্যাদি পড়ার জন্য যথেষ্ট সময় ব্যয় করুন। উপরোক্ত 12 টি বই আপনাকে কনটেন্ট লেখার জন্য বিভিন্ন ধরনের Tips & Tricks প্রদান করে, যা আপনাকে কনটেন্ট রাইটিং ফিল্ডে উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করবে।
Read Also Another Article –
9 Reasons Content is essential to Digital Marketing
Frequently Asked Question –
1) How do you start writing Content?
Ans – To write the content, the first thing is to choose the content. Choose the subject in which you have knowledge. Then whatever content you write on that content, you need to collect information on that content before that. Then you will see that you do not have to face any difficulty in content writing. Regular practice will help you become a skilled content writer and skill is the key to your success.
2) How is the Content writing platform as a Career?
Ans -Definitely very good. But good for those who love writing. There is an opportunity to work from home. Salaries and raises continue to increase as you gain experience. Content writing platforms are very competitive. You have to work hard to succeed in this.
3) What do you need to be good at to work on Content Writing?
Ans – First of all you need to master the subject knowledge. Then you have to acquire skills in writing. Ability to research and analyze any subject. Your writing must be liked by the client. Must bring skills on Digital Marketing. By mastering these things, you can establish yourself as a successful Content Writer.
4) How can you become a Content Writer?
Ans – To become a content writer, you need to make a habit of reading books regularly. You must have love for writing. Different styles or techniques of writing should be practiced by you. There are different types of websites you need to follow. You have to post some content written by yourself on Google’s free Blogspot and spread it on social media. This will allow you to create a portfolio of your content. This is how you can start your career as a Content Writer.
5) Why Content Writing Books are Important?
Ans – If you want to be successful in life, you must read a lot of books. Content writing is one of the most important jobs in the digital age. Content Writing is the only way to convey information about any topic easily to users – online. Content writing is an art. The more beautiful you can decorate this art, the higher its price will be. Reading content writing books is very important for this. The more you read, the more new ideas will fuel your brain. Your writing style and style will be constantly changing. Will help you become a successful content writer.
Content writing books are very informative. All these books reflect the real experience of the authors. The authors share their experiences in their own books on how to overcome all the problems they have faced over the years of working in the content writing industry. So, that you can develop yourself as a strong writer in the Content Writing Industry.