Simple Formula for Success in Job in Graphic Design

Simple Formula for Success in Job in Graphic Design

Simple Formula for Success in Job in Graphic Design – সহজ কিছু পদ্ধতি অবলম্বন করলে পরে Graphic Designing জব এর ক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব। আপনাকে খুব বেশি প্রতিভাবান সম্পন্ন হতে হবে তার কোন মানে নেই। শুধুমাত্র ডিজাইনিং এর ধ্যান-ধারনা এবং পরিশ্রম করার ক্ষমতা রাখতে হবে। তাহলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন।

ডিজাইনারদের কাজ হল – Client এর কাছ থেকে ডিজাইন কি ভাবে তৈরি করা হবে, তার একটা তথ্য নিয়ে দক্ষ, সুনিপুনভাবে ক্যানভাসে ফুটিয়ে তোলা। Information যুক্ত ডিজাইন Canvas ফুটিয়ে তুলতে পারলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই ফিল্ডে কাজ করতে হলে, সর্বপ্রথম যে কোন ডিজাইনের প্রতি ভালোবাসা থাকতে হবে। নতুন কোন ডিজাইন তৈরি করার আগ্রহ প্রকাশ করতে হবে। বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। তাহলেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন। শুধুমাত্র প্রতিভাবান ব্যক্তি হলেই যে ডিজাইনিং ফিল্ডে সাফল্য অর্জন করতে পারবেন ব্যাপারটা ঠিক সেই রকম না। ক্লায়েন্ট যাতে করে আপনার প্রতি বিশ্বাস, ভরসা অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Simple Formula for Success in Job in Graphic Design –

Job in Graphic Design –

ডিজাইনিং এর আধুনিকরন এবং ব্র্যান্ডিং এর উন্নয়নের জন্য গ্রাফিক্স ডিজাইনিং job একটি অসাধারন ও অতুলনীয়। সুনিপুনভাবে ও দক্ষতার সঙ্গে কাজ করাই হল এই পেশার একটি অপরিহার্য দিক। পেশাদার ডিজাইনাররা লক্ষ শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। নিজেদের কোন Business কে  পদোন্নতি করার ক্ষেত্রে তারা নিজেরাই যথেষ্ট এবং সেই সঙ্গে লক্ষ মানুষের ভালোবাসা তাদেরকে আরো উচ্চ শিখরে পৌঁছাতে সাহায্য করে থাকে। এছাড়াও FiverUp work , 99 Design ইত্যাদি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলি তাদের প্রতিভাকে উচ্চ শিখরে পৌছাতে অনেকাংশে দায়ী। কি রকম ধরনের গ্রাফিক্স ডিজাইন এর উপর কাজ হতে পারে তার একটা মৌলিক ধারনা আমি নিম্নে বর্ণনা করলাম। 

Job in Graphic Design

Simple Formula for Success in Job in Graphic Design

Visual Identity Graphic Design –

Visual Graphic Designing হিসাবে কাজ করা যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সংস্থার উন্নয়নের জন্য Visual Graphic ডিজাইনাররা প্রচুর গ্রাফিক্স ডিজাইন করে থাকে।

তার মধ্যে উল্লেখযোগ্য হল – Logo , Flyer Design , Magazine & Newspaper ads , Poster & Banner Design , Infographic , Browser Design , Power Point Presentations , Social Media Ads ইত্যাদি। ভিজ্যুয়াল গ্রাফিক্স ডিজাইনারদের ডিজাইনিং সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকা আবশ্যক। যাতে করে তারা ডিজাইনিং এর জন্য creative চিন্তাভাবনা কে বাস্তবায়িত করতে পারে।

Marketing & Advertising Graphic Design –

যে কোনো ব্র্যান্ডিং এর পদোন্নতি এর জন্য মার্কেটিং করা অবশ্যক। ব্র্যান্ডের মার্কেটিং এর জন্য প্রচুর বিজ্ঞাপন তৈরি করতে হয়। আর এই বিজ্ঞাপন তৈরি করার জন্য গ্রাফিক্স ডিজাইনারদের কাজে লাগে। সংস্থার লক্ষ্য থাকে তাদের তৈরি করা পন্য গুলিকে গ্রাহকদের সামনে উপস্থাপন করা। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন ধরনের প্রোডাক্ট তৈরি করা। কিন্তু এই সব কিছুর মূলে থাকে Marketing & Advertising। বিজ্ঞাপন জগতে সংস্থার তৈরি করা প্রোডাক্ট গুলিকে ছড়িয়ে দেওয়ার জন্য Graphic Designer দের বড় ভূমিকা থাকে। তারা বিভিন্ন ধরনের Poster , Newspaper ads , Video ads , Motion graphic ads , ইত্যাদির মাধ্যমে বিজ্ঞাপন জগতে সংস্থার Branding বা Promotion  করে থাকেন।

Packaging Graphic Design –

যে কোনো প্রোডাক্ট এর packaging এর জন্য সুনিপুন ভাবে কর্ম করতে হয় গ্রাফিক্স ডিজাইনারদের। প্রোডাক্ট এর সংরক্ষন এবং গ্রাহকবৃন্দ দের কাছে প্রোডাক্ট টিকে পৌঁছে দেবার জন্য প্যাকেজিং করা আবশ্যক। এই প্যাকেজিং ডিজাইন খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হয়। যাতে করে গ্রাহকবৃন্দ দের কাছে একটি আকর্ষনীয় বস্তু হয়ে দাঁড়ায়। এটি প্রোডাক্ট এর মার্কেটিং এর জন্য ভীষণ জরুরী। প্যাকেজিং এর ধারনা তৈরি করার জন্য একটি Mockups তৈরি করতে হয়। তারপর এটিকে Printing Processing এর জন্য পাঠানো হয়। Photoshop , Illustration , Corel Draw এই সফটওয়্যার গুলির সাহায্যে প্যাকেজিং ডিজাইন তৈরি করা সহজ হয়েছে ডিজাইনারদের কাছে।

উদাহরনস্বরূপ – Product level designing , Product packaging design ইত্যাদি।

Motion Graphic Design –

Motion Graphic বলতে সহজ ভাষায় বোঝায় স্থির গ্রাফিক্স কে চলমানে রূপান্তরিত করা। সেটি হতে পারে Cartoon Animation এর ক্ষেত্রে , বিভিন্ন ধরনের  Image , Video এর ক্ষেত্রে। এটি মূলত Media , Television , Film Industry তে খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে। এর জনপ্রিয়তা সর্বত্র উর্ধ্বমুখী। মার্কেটিং ফিল্ডে এর চাহিদা প্রচুর। বিশেষ করে যে কোন সংস্থার উন্নয়নের জন্য অথবা প্রোডাক্ট এর মার্কেটিং এর জন্য এটি ভীষন জরুরী। এটি একটি নতুন ধরনের ডিজাইন এবং সমস্ত ডিজিটাল প্লাটফর্ম গুলিতে এই ধরনের ডিজাইন আপনারা দেখতে পাবেন। এখন তো আবার ডিজিটাল App গুলিতে এই ধরনের কাজ আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এই ডিজাইনিং ফিল্ডের অগ্রগতি মার্কেটিংয়ে একটি নতুন কর্মজগৎ তৈরি করেছে। এই ধরনের কাজ তৈরি করার জন্য যে Software গুলি লাগে সেগুলি হল – Photoshop , Illustration , After FX , Cinema4D etc.

Motion Graphic Design

Simple Formula for Success in Job in Graphic Design

Art & Illustration for Graphic Design –

Illustration Art গ্রাফিক্স ডিজাইন ফিল্ডে বহুল প্রচলিত। এই ধরনের আর্ট একটু ভিন্ন রকমের হয়ে থাকে। এই আর্ট এর মধ্য দিয়ে ডিজাইনাররা চিত্র শৈলী গল্প বলার চেষ্টা করেন তাদের ক্যানভাসে।  এছাড়াও এই ধরনের আর্ট আমরা সব থেকে বেশি দেখতে পাই কার্টুন অ্যানিমেশন গুলিতে। তাছাড়া টি-শার্টের উপর বিভিন্ন ডিজাইন তৈরি করতে , Textile Design ডিজাইন তৈরি করার ক্ষেত্রে , Comic book & Cover Design তৈরি করার ক্ষেত্রে ইলাস্ট্রেশন আর্ট প্রচুর দরকার পড়ে। এই ধরনের গ্রাফিক্স তৈরি করার সময় ক্রিয়েটিভিটি দরকার হয়। আর ডিজাইনারদের প্রচুর পরিশ্রম করতে হয়। দক্ষ এবং পরিশ্রম ছাড়া এই Illustration Art তৈরি করা ডিজাইনারদের পক্ষে সম্ভব নয়। মার্কেটিংয়ের জন্য এই পেশার চাহিদা প্রচুর।

Freelance Graphic Designer –

অভিজ্ঞতা সম্পন্ন গ্রাফিক্স ডিজাইনাররা Freelancing হিসেবে কাজ করা বেশি পছন্দ করে থাকেন। তারা নতুন নতুন ক্লায়েন্টের কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করে থাকেন। এর ফলে তাদের বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার রসদ খুঁজে পান। তবে এই ক্লায়েন্ট খুঁজে পেতে হলে প্রথম দিকে বেশ কিছুটা বেগ পেতে হয় ডিজাইনারদের। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ( Facebook , Instagram , Twitter ) একাউন্ট তৈরি করে ডিজাইনাররা তাদের নিজেদের তথ্য দিয়ে থাকেন। তারপর বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে গিয়ে নিজেদের পোর্টফোলিও বানান। এই সব পদ্ধতি অবলম্বন করলে পরে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পেতে সুবিধা হয় ডিজাইনারদের। নিয়মিত আপনার কাজের কিছু নমুনা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হয়। তার ফলে আপনার কাজের ধরন ক্লায়েন্টদের বুঝতে সুবিধা হয়। ক্লায়েন্ট আপনার কাজের ধরন অনুযায়ী আপনাকে কাজ করতে দিতে ইচ্ছুক প্রকাশ করেন।

Freelance Graphic Designer

Simple Formula for Success in Job in Graphic Design

Digital Designer jobs –

Digital Designer বলতে বুঝায় কোন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তৈরি করা যে কোনো ডিজাইন। সেটা হতে পারে ল্যাপটপ, কম্পিউটার অথবা Apple কোম্পানীর তৈরি Mac মেশিনের দ্বারা। এই ডিজিটাল ডিজাইনে যে সমস্ত কাজগুলি অন্তর্ভুক্ত সেগুলি হল – Web page designing , Mobile App designing তৈরী করা, সোশ্যাল মিডিয়ার জন্য Graphics , Video Game , Animation , 3D Modelling ইত্যাদি।

এই ডিজিটাল ডিজাইনারের চাহিদা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এর চাহিদা আরো বৃদ্ধি পাবে। প্রযুক্তিগত উন্নয়ন এবং বিকাশের সাথে সাথে ডিজাইনারদের ও আরো দক্ষ এবং ক্রিয়েটিভিটি হতে হবে। বিশেষ করে Animation ,VFX , তৈরি করার ক্ষেত্রে ডিজিটাল ডিজাইনিং এর প্রয়োগ সব থেকে বেশি চোখে পড়ার মতন।

Simple Formula for Success in Job in Graphic Design

Type of Digital Designing – 

ডিজিটাল ডিজাইনিং এর কাজ অনেক ধরনের হতে পারে। সে সম্পর্কে আমি নিম্নে বিস্তারিতভাবে বর্ণনা করলাম। –

Infographic

Simple Formula for Success in Job in Graphic Design

Web Page Design –

ডিজিটাল ডিজাইনিং এর সবচেয়ে জনপ্রিয় কাজ হল Web page তৈরি করা। যে কোনো ব্যাবসা অথবা সার্ভিস দেওয়ার জন্য ওয়েব পেজ তৈরি করা ভীষণ জরুরি। এই ওয়েব পেজ না থাকলে পরে ব্যবসার উন্নতি সাধন কখনই সম্ভব নয়। এছাড়া ও তথ্য সংস্থা, বিনোদন সংস্থা গুলিতে ওয়েব পেজ ব্যবহৃত হয়ে থাকে। ওয়েব পেজ তৈরি করার সময় logo ডিজাইন তৈরি করাও ভীষণ জরুরি। Logo যে কোনো ব্র্যান্ডিং এর পদোন্নতি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Landing page Design –

Landing page হল ওয়েব পেজ এর একটি পাঠ। ওয়েবসাইটের মধ্যে ল্যান্ডিং পেজ তৈরি করার মুখ্য উদ্দেশ্য হল – আপনি যে সার্ভিস দিতে চাইছেন সে সম্পর্কে বিস্তারিত ভাবে Landing page এ উল্লেখ করা। যাতে করে আপনার সার্ভিস নেওয়ার জন্য কাস্টমাররা আপনার পেজে এসে উপস্থিত হয়। কাস্টমাররা তাদের তথ্য এখানে বিস্তারিত ভাবে বর্ণনা করতে পারে। ব্যবসার উন্নতির জন্য ল্যান্ডিং পেজ বা সার্ভিস পেজ তৈরি করা ভীষণ জরুরী। এই ল্যান্ডিং পেজের ডিজাইন বিভিন্ন ধরনের হতে পারে। ডিজিটাল কর্মীরা এসব ধরনের ডিজাইন তৈরি করে থাকে।

App Design –

মোবাইল এর মাধ্যমে কোন প্রোডাক্ট বিক্রি বা সার্ভিস প্রদান করতে চাইলে তার জন্য যে application তৈরি করা হয় তা হল App design যা ওয়েবসাইটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রত্যেকটা App ডিজাইনের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু function আছে। গ্রাহক বৃন্ধদের কথা চিন্তা করে , যাতে করে তারা সহজভাবে ব্যবহার করতে পারে সে দিকে লক্ষ্য রেখে এই সমস্ত App গুলি তৈরি করা হয়েছে ।

ডিজিটাল ডিজাইনাররা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিখুঁত ভাবে এই ডিজিটাল App ডিজাইন গুলি তৈরি করে থাকে। এটি একটি Digital Tool হিসাবে গণ্য হয় গ্রাহকদের কাছে। এই App গুলিকে আবার ডেস্কটপ , ল্যাপটপ এ install করে ব্যাবহার করতে পারেন। App ডিজাইনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হল App icon ডিজাইন। ওয়েবসাইট এর ক্ষেত্রে Logo যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে , ঠিক তেমনি App ডিজাইন এর ক্ষেত্রে App icon ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রত্যেকটা App ডিজাইনের ক্ষেত্রে আলাদা আলাদা App icon হয়ে থাকে। যাতে করে গ্রাহকদের বুঝতে সুবিধা হয়। তারা যাতে করে বিভ্রান্তি না হয়ে পড়ে। এই App ডিজাইন গুলিকে মোবাইলের Play store এ রাখা হয়। কাস্টমাররা তাদের সুবিধা মতন সেটিকে Install করে ব্যবহার করতে পারেন।

Infographic Design –

Infographic শব্দটির মধ্যে আমরা দুটি শব্দ পাই। একটি হল – Info আর দ্বিতীয়টি হল – Graphic দুটি শব্দের একত্র সংমিশ্রনের ফলে হয় Infographic অর্থাৎ তথ্য যুক্ত গ্রাফিক্স ডিজাইনিং এর কথা এখানে বলা হয়েছে। এই ধরনের ডিজাইন মূলত আমরা দেখতে পাই ডিজিটাল মার্কেটিং এ।  ডিজিটাল মার্কেটিং করার জন্য কন্টেন্ট রাইটিং লেখার সময় এই ধরনের ডিজাইন আমরা ব্যবহার করে থাকি। এটি দেখতে খুব সুন্দর লাগে। যে কোনো ব্র্যান্ডিংয়ের উন্নয়নের জন্য ও পাঠকদের কে আকৃষ্ট করে রাখার জন্য এই Infographic Design ব্যবহার করা হয়ে থাকে।

Infographic Design

Simple Formula for Success in Job in Graphic Design

Banner Ads –

Business এর উন্নয়নের জন্য আমরা অনেক সময় Banner Design তৈরি করে থাকি। এই ব্যানার ডিজাইন বিভিন্ন ধরনের হতে পারে। ছোট ব্যবসার উন্নয়নের জন্য এক ধরনের ব্যানার ডিজাইন তো বড় ব্যবসার উন্নয়নের জন্য অন্য ধরনের ব্যানার ডিজাইন আমরা তৈরি করে থাকি। এই ডিজাইন গুলিকে আমরা বিজ্ঞাপন জগতের বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার ব্যবহার করি ব্যবসার উন্নয়নের জন্য। এমন কি সোশ্যাল মিডিয়াতে ও আমরা এই ডিজাইন পোস্ট করে থাকি। এতে করে গ্রাহকদের কাছে ব্র্যান্ডিং এর সচেতনতা বাড়ানো সম্ভব হয়।

Social Media Page Design –

গ্রাহকদেরকে নিযুক্ত করে রাখার জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের Image post করে থাকি। এছাড়া profile picture বানানো , page design করা ইত্যাদিও তৈরি করতে হয় ডিজিটাল ডিজাইনারদের। এমন কি বিভিন্ন ধরনের Blog post করতে হয় social site গুলিতে। এতে করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজনেসের পদোন্নতি করা সম্ভব।

Power Point Template Design –

আমরা presentation দেওয়ার সময় Microsoft PowerPoint ব্যবহার করে থাকি। ডিজিটাল ডিজাইনাররা বিভিন্ন ধরনের template design তৈরি করে থাকে। template design যুক্ত PowerPoint presentation দিলে ব্যবসার বৃদ্ধি পাওয়া সম্ভাবনা আরো একধাপ এগিয়ে যায়। এই presentation এর মাধ্যমে কর্মীদের সঙ্গে ব্যবসায়িক পরিকল্পনা করা যেমন সম্ভব , তেমনি ক্লায়েন্টের কাছে ব্যাবসায়িক প্রস্তাব দেওয়াও সম্ভবপর।

3D Design –

যে কোনো পন্য অথবা সার্ভিসের ব্যাবসায়িক উন্নয়নের জন্য আমরা কম্পিউটারের মাধ্যমে 3D ডিজাইন তৈরি করে থাকি। এটি মূলত Television এর ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়ার জন্য এই 3D Design তৈরি করা হয়ে থাকে। বিনোদন জগতে ও আমরা এই ধরনের ডিজাইন দেখতে পাই।  এছাড়া ও Video game , Animation , Film Industry গুলিতে আমরা এই ধরনের ডিজাইন দেখতে পাই। Product এর ক্ষেত্রে একটি সুন্দর আকৃতি দেওয়ার জন্য এবং সেটিকে একটি ভিডিও আকারে তৈরি করে গ্রাহক বৃন্ধদের  কাছে সুন্দরভাবে উপস্থাপন করাই হল ডিজিটাল ডিজাইনারদের কাজ।

3D Design

Simple Formula for Success in Job in Graphic Design

Conclusions –

এই আর্টিকেল এর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে গ্রাফিক্স ডিজাইনিং জব সম্বন্ধীয় একটি স্বচ্ছ ধারনা তুলে ধরার। তাই পরিশেষে বলা যায় যে, Graphic Designing jobs সত্যি খুবই আকর্ষণীয়। এই ডিজাইনিং ফিল্ডে উচ্চ বেতনের অধিকারী ও আপনি হতে পারেন। শুধুমাত্র ধৈর্য ও নিরলস পরিশ্রম করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। ডিজাইনিং এর অনেকগুলি বিষয় আছে তার মধ্যে থেকে একটি বিষয় আপনাকে পছন্দ করে নিতে হবে। যদি সম্ভব হয় তাহলে কোনো কলেজ বা প্রাইভেট ইনস্টিটিউটে আপনি ভর্তি হতে পারেন, এক্ষেত্রে সার্টিফিকেট ভীষণ জরুরী। তারপর আপনাকে একটি  Portfolio বানাতে হবে কাজ পাওয়ার জন্য। উপরক্ত তথ্যদি আপনি যদি সবটা মেনে পালন করতে পারেন তবে আপনার সাফল্য আপনি নিজেই অর্জন করতে পারবেন।

Related Article Also Read –

6 Steps to Perfecting Your Motion Graphics Portfolio

Frequently Asked Questions –

Q. 1. Is graphic design a good career?

Ans:- A genuinely amazing career in graphic design exists. People with creative minds really love working in this sector. They make intriguing designs using their original ideas. With the use of various programs, they are able to convey their ideas on canvas. And this is how they won. Designers are in high demand across all industrial sectors.

Q. 2. Is graphic design a side job?

Ans:- The field of graphic design offers a lot of opportunities. There is a chance to work with plenty of clients at a reasonable price. It is best to work in the field of graphic design if you wish to make extra money. The discipline of graphic design offers various options for side income.

Q. 3. Which degree is best for graphic design?

Ans:- If you pursue a bachelor’s degree in graphic design, you will benefit the most. If that is not possible, you can enroll in a design course at any private university. It will be helpful to have experience and skills in design. You can pick up new design, layout, and photo-editing skills.

Q. 4. What job comes after graphic design?

Ans:- Beginner graphic designers typically hold junior design positions at production houses or small businesses. Then, as you gain experience, aim to advance to the senior level. In this industry, there are additional options for working as an art director or creative director.

We will be happy to hear your thoughts

Leave a reply

Mack Money Online
Logo